তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পুজোর আগে মেলেনি পুজোর বোনাস তাই পুজোর বোনাসের দাবিতে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার দপ্তরের সামনে বিক্ষোভে নামলেন টোল কর্মীরা। পাঁচকুপার টোল প্লাজার অধীনে প্রায় ৩০০ জন টোল কর্মী রয়েছেন। যারা এখনো পর্যন্ত পুজোর বোনাস পাননি বলে অভিযোগ করেন।
পুজোর বোনাস না পাওয়ার জন্য সমস্যায় পরতে হয়েছে তাদের বলে জানান।পুজোর মুখে বোনাস পাওয়ার আশা করেছিলেন টোল প্লাজার কর্মীরা কিন্তু কোম্পানির পক্ষ থেকে তাদের বোনাসের বিষয়ে কোনো রকম জানানো হয়নি বলে জানান তারা।
যদিও টোল প্লাজার এক আধিকারিক জানিয়েছেন গত এক বছর ধরে তাদের বেতনের সাথে বোনাস যুক্ত করে দেওয়া হয়েছে। এই বিষয়ে তাদের পে স্লিপ দেখলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।