সংবাদদাতা, অন্ডাল : সোমবার উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বস্ত্রদান অনুষ্ঠান । সন্ধ্যায় অনুষ্ঠানটি হয় উখরা কমিউনিটি হলে । উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শরন সাইগল, প্রাক্তন পঞ্চায়েত প্রধান দয়াময় সিংহ, উৎপলা চ্যাটার্জি, বঙ্গ জননী সংগঠনের পক্ষে মিনা কোল সহ অন্যরা । শরন সাইগল জানান উখড়া পঞ্চায়েত এলাকার ২২ টি সংসদের ২০০ জন মহিলা শাড়ি ও ১০০ জন শিশুকে দেওয়া হয় নতুন বস্ত্র ।