নীলেশ দাস, আসানসোল:- কুলটির বরাকর স্টেশন রোডের পর এবার বৃহস্পতিবার সকালে আসানসোল পুরনিগমের 69 নং ওয়ার্ড তথা চুনগাড়ি এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । এদিন সকালে বরাকর থেকে পুরুলিয়াগামী রাস্তা প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ করে ৷স্থানীয়দের বক্তব্য গত তিনমাস ধরে এলাকায় পানীয় জলের সরবরাহ অনিয়মিত রয়েছে ৷ গত তিনদিন আগে একবার পানীয় জল সরবরাহ করা হলেও জলের প্রেসার কম থাকায় সকলের পক্ষে পানীয় জল পাওয়া সম্ভব হয়নি ৷
বিষয়টি স্থানীয় পুরপিতা থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি ৷ গত তিন দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় অভিযোগ জানালে বলা হয় পাইপ লাইন ও ভাল্বে সমস্যা রয়েছে ৷ একই সাথে জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে ৷ অথচ আশেপাশে সব জায়গায় পানীয় জল সরবরাহ শুরু হলেও চুনগাড়ি এলাকায় পানীয় জল সরবরাহ শুরু হয়নি ৷ এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পথ অবরোধ করে ৷ তারা দাবি করে পুরনিগমের ইঞ্জিনিয়ার ও উর্দ্ধতন কর্তৃপক্ষ এসে প্রকৃত আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেবে ৷ তবে এদিন ঘটনাস্থলে বরাকর ফাঁড়ির পুলিশ পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করার চেষ্টা করলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা ৷