নীলেশ দাস,আসানসোল:- চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে বৃহস্পতিবার ফের আসানসোল সিজেএম আদালতে পেশ করা হল। এদিন কোলকাতা থেকে সিবিআই এর আধিকারিকরা তাকে সিজেএম আদালতে পেশ করে। জানা গিয়েছে এর আগে রাজু সাহানিকে গত ৩ রা সেপ্টেম্বর আসানসোল সিজেএম আদালতে পেশ করা হয়েছিল। বিচারক পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের তাকে সিজেএম আদালতে পেশ করা হয়।
চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে বৃহস্পতিবার আসানসোল সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।বৃহস্পতিবার বিচারক তরুণ কান্তি মন্ডল এই নির্দেশ দিয়েছেন।জানা গিয়েছে এদিন সিবিআই তরফে নিজেদের হেফাজতের আবেদন জানানো হয়নি।অন্যদিকে অভিযুক্তের আইনজীবীর তরফে রাজু সাহানির জামিনের আবেদন করা হয়েছিল।সিবিআই আইনজীবীর তরফে জামিনের আবেদনের বিরোধিতা করেছিল।শেষে বিচারক রাজু সাহানিকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।