নীলেশ দাস, আসানসোল:- আসানসোল পৌরনিগমের পর এবার পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুললেন আসানসোল পৌরনিগমের বিরোধী দলনেত্রী তথা বিজেপি কাউন্সিলার চৈতালী তিওয়ারি।২০১৮ সালের মে মাস থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত ১০০ দিনের কাজের তালিকা প্রকাশ করার আবেদন জানিয়েছেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি।
বৃহস্পতিবার এই মর্মে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি দিলেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি। এদিন তিনি বলেন রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে যেমন দুর্নীতি হচ্ছে সেরকমই আমাদের পশ্চিম বর্ধমানের পঞ্চায়েত গুলিতে দুর্নীতির গন্ধ পেয়েছে২০১৮ মে মাস থাকে ২০২২ এর মে মাস পর্যন্ত।
১০০ দিনের কাজের যে তালিকা সেই তালিকা আমাদেরকে জানানো হোক এই নিয়ে আমরা ডিএম এর কাছে চিঠি করেছি। যদি জানান তাহলে ভালো কথা আর যদি না জানান তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো। এবং এই ১০০ দিনের কাজে নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে আমরা আপস করব না। আইনের মাধ্যমে যা করা উচিত আমরা করব আমরা মানুষের পাশে থাকবো।