তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- স্ক্র্যাপ লোহা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম শেখ জালাল।ধৃত ব্যক্তি দুর্গাপুরের ফরিদপুর ব্লকের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ব্যক্তি শুক্রবার রাতে কাঁকসার বড় ডোবা এলাকা দিয়ে লোহার স্ক্র্যাপ পাচার করার সময় কাঁকসা থানার পুলিশ দেখতে পেয়ে তাকে আটকায়।বৈধ কাগজ না থাকায় তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।ধৃত ব্যক্তিকে শনিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।