তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-গোপন সূত্রে খবর পেয়ে অগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম নন্দ সোরেন। তার বাড়ি কাঁকসার আড়া এলাকায়।
শনিবার ভোর রাত্রে ওই ব্যক্তিকে কাঁকসার গোপালপুর শ্মশান এলাকা থেকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে ধৃত ব্যক্তি এলাকায় অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিলো । সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তবে ওই ব্যক্তির সাথে আরো কেউ ছিল কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হয়।