সংবাদদাতা,জামুড়িয়া :- ফের খাদ্য সরবরাহকারী কন্টেনারে অবৈধ কয়লা উদ্ধার।নাকা চেকিংয়ের সময় জামুড়িয়া থানার পুলিশ কন্টেনার টি কে আটক করে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর গতকাল রাত্রে জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তায় বিজপুর সংলগ্ন এরিয়ায় নাকা চেকিং হচ্ছিল ।
সেই নাকা চেকিংয়ের সময় একটা খাদ্য সামগ্রি বহনের গাড়ি দাঁড় করানো হয় এবং চেক করা হয়, এরপর খাদ্য সামগ্রী গাড়ির পেছনের গেট খুলতেই অবাক হয়ে যান নাকা চেকিং করা পুলিশ আধিকারিকরা ,গেট খুলতে দেখা যায় খাদ্য সামগ্রী গাড়িতে বস্তায় বোঝাই করা অবৈধ কয়লা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের নাম সুরোজ কুমার দাস কলকাতার বাসিন্দা।অপর আরেকজন জামুড়িয়ার বগড়ার বাসিন্দা তারক মন্ডল এই দুজনকে গাড়ির সঙ্গে অ্যারেস্ট করে জামুড়িয়া থানা পুলিশ এবং আজ তাদেরকে আসানসোল আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে খবর গাড়িটি হুগলি তামান্না ফুডস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের গাড়ি।