Type Here to Get Search Results !

শিল্পনগরী দুর্গাপুরে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো




সংবাদদাতা,দুর্গাপুর:- শিল্পনগরী দুর্গাপুরে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো । বড় ছোট ক্ষুদ্র মাঝারি বিভিন্ন কারখানাসহ বিভিন্ন শিল্পগুলোতে পূজিত হচ্ছেন শিল্পের দেবতা বিশ্বকর্মা ।দুর্গাপুরের সিটি সেন্টারে  wbsedcl বিদ্যুৎ পর্ষদের বিল আদায় বিভাগের দপ্তরেও মহা সাড়ম্বরে পুজোর আয়োজন করা হয়েছে । 





সকাল থেকেই দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা বিশ্বকর্মা পুজোর আয়োজনে ব্যস্ত । যদিও শিল্পনগরীর পূর্বের মতো বিশ্বকর্মা পুজোর কোনো  জাঁকজমক নেই । বন্ধ রয়েছে বেশ কিছু কারখানা । তবুও এই দিনটিকে কেন্দ্র করে শিল্পনগরীর শ্রমিকদের মধ্যে উত্তেজনা  তুঙ্গে  ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad