তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো ৩জন।ঘটনাটি ঘটেছে কাঁকসার বিরুডিহা সংলগ্ন দু নম্বর জাতীয় সড়কের উপর।জানা গেছে একটি বোলেরো গাড়ি পানাগড় থেকে দুর্গাপুর যাওয়ার পথে কাঁকসার বিরুডিহায় দু নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলের পিছনে ধাক্কা মেরে ডিভাইডার অতিক্রম করে বর্ধমান গামী রাস্তায় চলে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয় মোটরসাইকেলের দুই আরোহী বাবলু জয়সওয়াল,ও বিনোদ জয়সওয়াল। পাশাপাশি গুরুতর আহত হয় বোলেরো গাড়ির চালক। কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেল আরোহীদের উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ও বোলেরো গাড়ির চালক কে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার জেরে দুনম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি ও মোটর সাইকেল উদ্ধার করে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।