সংবাদদাতা,উখড়া :- ২০০৭-০৮ সালের রাণীগঞ্জ বিধানসভার উখরা গ্রামের পান্ডে পাড়ায় তৈরি হয়েছিল একটি উপস্বাস্থ্য কেন্দ্র । উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে ঘিরে তৈরি হয়েছিল একটি কুয়ো । কিন্তু বর্তমানে সেই কুঁয়োটি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে বলে অভিযোগ । বর্তমানে পানীয় জলের চরম সংকটে স্বাস্থ্যকর্মীরা ।
এক স্বাস্থ্যকর্মী জানান, প্রত্যেকদিন বহু রোগী আসেন এখানে তার সাথে আসেন প্রস্তুতি মায়েরাও । এমনকি স্বাস্থ্যকেন্দ্রে যারা কাজ করছেন প্রত্যেকেই মহিলা । তিনি বলেন জলের এতটাই সমস্যা যে বাথরুম যাবার জল থাকে না । স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীরা বা প্রসূতি মায়েরা জল চাইলে জল দিতে অক্ষম তারা ।
উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী আরো বলেন, স্বাস্থ্য কেন্দ্র থেকে দূরে রয়েছে একটা কল সেখান থেকেই বালতি করে জল আনতে হয় তাদের । কল দূরে থাকা ধরুন বারবার জল আনাও সম্ভব নয় তাই চরম জলসঙ্কটে রয়েছেন তারা । অভিযোগ করেন বর্তমান উখড়া তৃণমূল পঞ্চায়েত কে বলার পরও কোন কাজ হয়নি । তিনি বলেন তারা চান শীঘ্রই স্বাস্থ্য কেন্দ্রের জলের সমস্যা সমাধান হোক ।