তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক গাড়ি চালক। পাশাপাশি আহত হয়েছে দুই স্কুল ছাত্রী।ঘটনাটি ঘটেছে পানাগড়ের প্রয়াগপুর মোড়ের কাছে পুরাতন জাতীয় সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা গেছে একটি ছোট গাড়ি দুর্গাপুর থেকে পানাগর বাজার ঢোকার সময় প্রয়াগপুর মোড়ের কাছে গাড়ির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি একটি হাইড্রা ক্রেন কে ধাক্কা মারে।
দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক ২৮ বছর বয়সি সঞ্জয় পরামানিক।তার বাড়ি প্রয়াগপূর এলাকায়। পাশাপাশি দুর্ঘটনার সময় ছোট গাড়িটি হাইড্রা ক্রেনে ধাক্কা মেরে দুই স্কুল ছাত্রীর সাইকেলে ধাক্কা মারলে।রাস্তায় পড়ে গিয়ে দুই স্কুল ছাত্রী অল্পবিস্তর আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আহত গাড়ি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ। পুলিশ দুই ছাত্রীকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।