সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর থেকে গ্রেফতার মধ্যপ্রদেশ চার দুষ্কৃতী।দুর্গাপুর থানার পুলিশ মধ্যপ্রদেশ চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে বুধবার রাতে। বেনাচিতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে ধৃতদের নাম, অনিল চৌহান, অনিল সিং। মুকেশ চৌহান,সন্দীপ চৌহান।
ধৃতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে চারটি বাইক, রুপোর একাধিক বেসলেট ও 70 হাজার নগদ টাকা উদ্ধার করেছে।এছাড়াও ৮ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।