সংবাদদাতা,অন্ডাল:- বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকদের হাতে সেগুলি ফিরিয়ে দিল অন্ডাল থানার পুলিশ। বৃহস্পতিবার অন্ডাল মোর সংলগ্ন একটি বেসরকারি ভবনে পুলিশের পক্ষ থেকে 'ফিরে পাওয়া'- নামক একটি অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানেই উদ্ধার করা মোবাইলগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি পূর্ব অভিষেক গুপ্তা, এসিপি অন্ডাল ওমর আলী মোল্লা ও অন্ডাল থানার আধিকারিক শান্তনু অধিকারী । ২০২১-২২ সময়কালে যেসব ব্যক্তির মোবাইল হারিয়ে অভিযোগ নথিভুক্ত করেছিলেন থানায়, এরমধ্যে ৫৩ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় আজ অনুষ্ঠানে।অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা,পাশাপাশি তারা ধন্যবাদ জানান পুলিশকে।