সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর দুর্বার সমিতির দুর্গাপুজোর মন্ডপের খুঁটি পূজা অনুষ্ঠিত হয় রবিবার। তাদের পুজো চলতি বছরের চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। প্রায় 1 লক্ষ 70 হাজার টাকা ব্যায় করে তাঁদের পুজো অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা। দূর্গাপুর কাদা রোড এলাকার যৌনকর্মীদের নিয়েই প্রায় 4 বছর আগে শুরু হয়েছিল দুর্গাপুর দুর্বার সমিতির দুর্গাপুজো।
দুর্বার সমিতির সম্পাদক নীল কুমার মিশ্র জানান, এলাকার যৌনকর্মীদের নিয়ে এই পুজো আমরা শুরু করেছিলাম। এই বছর আমাদের পুজোর থিম 'লালবাতির দুর্গাপুজো এই মাটিতেই মাকে পাবে যদি মন দিয়ে খোঁজো।' আজ রাধাষ্টমীতে আমরা খুঁটিপুজো করলাম।