সোমনাথ মুখার্জী, রানীগঞ্জ :- চুরির ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই চুরির সামগ্রী সহ ধরা পড়লো চোর।ধৃত ওই ব্যক্তি নিজের বয়ানে স্বীকার করল চুরির কথা। রবিবার এমনই বিষয় লক্ষ্য করা গেল রানীগঞ্জের থানা এলাকাতে। শুক্রবার রাত্রে চুরির ঘটনার ঘটে ৩৬ নম্বর ওয়ার্ডের শিশু বাগানের বড়দই শালডাঙ্গার এক চিকিৎসকের বাড়িতে।
বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে রকি ডোম নামে এক বছর তিরিশের ব্যক্তি বৃষ্টির জলের মাঝে গভীর রাত্রে বাড়ির সদর দরজার তালা ভেঙে বাড়ির মধ্যে থাকা বিভিন্ন সামগ্রী লুটপাট করে। এই চুরির ঘটনার বিষয় ওই পরিবারের সদস্যরা থানায় জানালে পুলিশ ঘটনার তদন্তে নেমে, সিসিটিভি ফুটেজ ধরে রকি ডোম নামের এই দুষ্কৃতিকে পাকড়াও করে।
ধৃত ওই ব্যক্তি কে রবিবার পুলিশ মেডিকেল টেস্টের নিয়ে যাওয়ার সময়, তার কাছে এই চুরির বিষয় প্রসঙ্গে জানতে চাওয়া হলে সে অকপটেই স্বীকার করে, রাত্রিতে একাই ওই গৃহস্থের বাড়িতে সে চুরি করেছে। তার দাবি নেশার টাকা জোগাড় করতে সে বারংবার এই চুরির ঘটনা ঘটায়। পুলিশ ধৃত ঐ ব্যক্তিকে আসানসোল জেলা আদালতে পাঠায়। বিচারকের কাছে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হয়েছে বলে জানা গেছে।