সংবাদাতা,পূর্ববর্ধমান:-হাম্পের দাবীতে রাস্তা অবরোধ পূর্ব বর্ধমানের পালিতপুর এলাকায়। শনিবার রাতে পথ দুর্ঘটনায় সিউড়ি কাটোয়া কানেকটিং রোডে দু'জনের মৃত্যু হয়। রবিবার সকাল থেকেই সেই রাস্তায় হাম্পের দাবীতে পথ অবরোধ শুরু করে স্থানীয়রা।
এই সিউড়ি কাটোয়া কানেকটিং রোডের পালিতপুর এলাকায় একটি স্কুল রয়েছে। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে লরি চলাচল করে। যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে। প্রাণহানীর ঘটনা প্রায়শই ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। ধীর গতিতে যাতে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে সে কারণে এই রাস্তায় হাম্পের দাবীতে অবরোধ শুরু করে পালিতপুর এলাকার বাসিন্দারা। পরে পুলিশের লিখিত আশ্বাসে প্রায় তিন ঘন্টা পর অবরোধ তোলে স্থানীয়রা।