তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মোটরসাইকেল আরোহীর।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও দু জন।দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসার বিরুডিহায় দু নম্বর জাতীয় সড়কের উপর।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাত্রে একটি মোটরসাইকেলে চেপে পানাগড়ের বাসিন্দা বাবলু জয়সওয়াল ও বিনোদ জয়সওয়াল দুনম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি বোলেরো গাড়ি ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে বর্ধমগামী রাস্তায় চলে যায়।
কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা আহত দুই মোটিরসাইকেল আরোহীকে কাঁকসার রাজবাঁধ এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং গাড়ির চালককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করে।রবিবার ভোর রাত্রে ৩৮বছর বয়সী বাবলু জয়সওয়ালের মৃত্যু হয়।