তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- বীরভূমের ইলামবাজার থেকে পানাগর আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক মোটরসাইকেল আরোহী। রবিবার ভোর পাঁচটা নাগাদ ঘটে দুর্ঘটনাটি কাকসার ১১ মাইল এলাকায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহ তোকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে গুরুতর আহত ব্যক্তির নাম শেখ শামাউল। তার বাড়ি বীরভূমের ইলামবাজারে। রবিবার ভোর পাঁচটা নাগাদ ওই ব্যক্তি মোটরসাইকেলে করে বীরভূম থেকে পানাগর আসার পথে কোন লরি বা কোন ছোট গাড়ি মোটরসাইকেলের পিছনে ধাক্কা মারলে। রাস্তার উপর ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।