তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ১৫ ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে পালন করলেন বিজেপি কর্মী সমর্থকরা।বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে কাঁকসা পঞ্চায়েত সমিতির অধীনে যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সম্মান জানানো হয়। এদিন বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, বিজেপির যুব মোর্চার সভাপতি পঙ্কজ জয়সওয়াল, বিজেপি নেতা রাজগুরু বিশ্বকর্মা, পরিতোষ বিশ্বাস এবং রোহিত শর্মা কাঁকসা পঞ্চায়েত সমিতির কার্যালয়ে গিয়ে সকল ইঞ্জিনিয়ারদের সম্মান জানান।
বিজেপি নেতৃত্বের কাছে সম্মান পেয়ে তাদের ধন্যবাদ জানিয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ারা।বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা ইঞ্জিনিয়ার্স ডে পালন করে ইঞ্জিনিয়ারদের সম্মান জানিয়েছেন।কারণ তাদের দল এই কর্মসূচির নির্দেশ দিয়েছে ব্লকের যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য। সেইমতো তারা বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারস ডে উপলক্ষে সকল ইঞ্জিনিয়ার দের সম্মান জানিয়েছেন।