Type Here to Get Search Results !

বিদ্যালয়ের কল থেকে বের হচ্ছে ঝাঁজালো গ্যাস, আতঙ্ক এলাকায়





সংবাদদাতা পাণ্ডবেশ্বর :- রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা পঞ্চায়েত এলাকার দীঘির বাগান এলাকায় আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চাপা কল থেকে জলের বদলে বের হচ্ছে ঝাঁঝালো গ্যাস । ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।










 সূত্র মারফত জানা যায় এলাকার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়টির মেরামতির কাজ চলছে । এবং বিদ্যালয়ের আশেপাশে এলাকার ধসপ্রবন বলে স্থানীয় সূত্রে জানা যায় । শুক্রবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন বিদ্যালয়ের চাপা কল থেকে জলের বদলে বের হচ্ছে ঝাঁঝালো গ্যাস । ঘটনার খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান বিদ্যালয় চত্বরে ।






ঘটনার খবর ছড়াতেই ঘটনার স্থলে আসেন ইসিএল আধিকারিকরা । এবং ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল  ফাঁড়ির পুলিশ । সিল করে দেওয়া হয় এলাকা । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad