তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর ও ভগৎ সিং এর জন্মদিবস পালন হলো পানাগড় বাজারে।এদিন পানাগড় বাজারে ভগৎ সিং ও লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান বিজেপি কর্মী সমর্থকরা।এদিন অনুষ্টানে উপস্থিত ছিলেন কাঁকসা ২নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি,বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা,বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস,অভিজিৎ চন্দ্র,অপর্ণা চ্যাটার্জি সহ অন্যান্যরা।
বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন একদিকে আজকের দিনে একদিকে যেমন লতা মঙ্গেসকরের জন্মদিন তেমনই ভগৎ সিং এর জন্মদিন।একজন যেমন দেশের অলংকার এবং দেশের মানুষের গর্ব ছিলেন লতা মঙ্গেসকর তেমনই যার জন্য আজ ভারতের মানুষ স্বাধীনভাবে বসবাস করছেন তিনি হলেন ভগৎ সিং।তাই আজকে দু জনের জন্মদিবসে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি এলাকার শিল্পী দের সম্বর্ধনা জানানো হয়।