সংবাদদতা,পূর্ববর্ধমান:- দুই তৃণমূল কংগ্রেসের কর্মী সেখ দিলীপ ও সেখ ইসলামের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হল বর্ধমানের নবাবহাট এলাকায়। বেলকাশ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যানারে আয়োজিত বুধবার এই অনুষ্ঠানে প্রায় দুই হাজার দুস্থ মানুষকে শাড়ি, লুঙ্গি ও সাথে একটি করে গাছ উপহার স্বরুপ দেওয়া হয়।
আয়োজক সেখ দিলীপ ও সেখ ইসলামের ভুয়সী প্রশংসা করে বিধায়ক নিশীথ মালিক বলেন, এই দুই সংখালঘু তৃণমূল কর্মী ঈদের সময় যেমন গরীব মানুষদের পাশে দাঁড়ান তেমনি দূর্গাপুজোর সময়ও তাদের পাশে দাঁড়ান। বিধায়ক নিশীথ মালিক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা, বর্ধমান ১ ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য প্রমুখ।