Type Here to Get Search Results !

উখড়া কুমারডিহির বেহাল রাস্তা, শীঘ্রই সংস্কারের আশ্বাস ব্লক সভাপতির




সোমনাথ মুখার্জি,পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বরের উখড়া থেকে কুমারডিহি পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল । সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে ভরা বৃষ্টি হলে তো কথাই নেই। ডোবা পুকুরে পরিণত হয় এমনটাই অভিযোগ স্থানীয়দের । এভাবেই এলাকার হাজার হাজার মানুষ জীবনে ঝুঁকি নিয়েই উখড়া কুমারডিহি যাতায়াত করতে বাধ্য হচ্ছেন । কেননা এই রাস্তাটি উখড়া কুমারডিহি যাবার প্রধান রাস্তা । বেহাল রাস্তার দরুন নিত্য দিন ঘটে ছোটখাট দুর্ঘটনা ।





খুব শীঘ্রই হবে রাস্তা সংস্কারের কাজ । সমস্যা মিটবে স্থানীয়দের ।আশ্বাস পাণ্ডবেশ্বর এর ব্লক সভাপতি কিরিটি মুখার্জির । ব্লক সভাপতি জানান ইতিমধ্যেই ইসিএল আধিকারিকদের সাথে এই রাস্তা নিয়ে কথা হয়েছে উচ্চ স্তরে । তিনি বলেন খুব সম্ভবত পুজোর আগেই এই রাস্তার কাজের জন্য টেন্ডার সম্পূর্ণ হয়ে যাবে এবং তার পর শুরু হবে রাস্তার কাজ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad