তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পানাগর গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম উত্তম বাউরী।মৃত ব্যক্তি পানাগর গ্রামের বাসিন্দা। গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। তার যেরই আত্মহত্যা করেছে বলে অনুমান পরিবারের সদস্যদের।
আজ সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। মৃতদেহ ময়নাতনদের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কাঁকসা থানার পুলিশ।