Type Here to Get Search Results !

পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এসএফআইয়ের মিছিল দুর্গাপুরে



সংবাদাতা,দুর্গাপুর:- এসএফআইয়ের সর্বভারতীয় জাঠা কলকাতা থেকে দুর্গাপুর এসে পৌঁছায় বৃহস্পতিবার। দুর্গাপুর মাইকেল কলেজের সামনে থেকে জাঠা মিছিল শুরু করে SFI সমর্থকেরা , তারা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে মিছিল  আসতেই দুর্গাপুর থানার পুলিশ বেরিকেড দিয়ে জাঠা আটকে দেয়। তাদের মিছিল ব্যারিকেট এর সামনে নেতাকর্মীরা বসে বিক্ষোভ দেখাতে শুরু করে।তাদের দাবি, ' রক্ষা করো দেশের সংবিধান গণতন্ত্র পরিবেশ'  আরও দাবি পুনঃপ্রতিষ্ঠিত করো রাজ্যের ক্যাম্পাসের পরিবেশ। এদিন পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এসএফআইয়ের মিছিলের কর্মসূচি নেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad