সংবাদাতা,দুর্গাপুর:- ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে বৃহস্পতিবার দুর্গাপুর বিধাননগর এলাকায় একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়৷ বিজেপির সাংগঠনিক আসানসোল জেলা কমিটির পক্ষ থেকে এই মিছিল করা হয় এদিন। বিজেপি'র কয়েকশো নেতাকর্মীরা মিছিলে সামিল হয়। তাঁরা মিছিল থেকে তৃণমূলের গুণ্ডাবাহিনীর দ্বারা নৃশংস অত্যাচারের প্রতিবাদে এদিন এই কর্মসূচি গ্রহন করেন বলে জানান।
মিছিল হাটকো মোর থেকে শুরু হয়ে দুর্গাপুর গভার্মেন্ট কলেজের দিকে আসার সময় মিছিল রুখতে পুলিস একাধিক ব্যারিকেট করে দেয়। মিছিল কিছু দূর এসেই বিক্ষোভকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে ওই চত্বরে চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিস পরিস্থিতি সামাল দেয়।
উল্লেখ্য কিছুদিন আগে দুর্গাপুর গভার্মেন্ট কলেজের এবিভিপি'র নেতাকর্মীরা কলেজের সামনে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মিছিল করেছিলেন। অভিযোগ ওই মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা হামলা চালায়। প্রায় ১৫ জন এবিভিপি নেতাকর্মীরা আহত হয়। এদিন ওই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে মিছিলের কর্মসূচি নেওয়া হয়।