তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও,দেশ বাঁচাও স্লোগান তুলে সর্ব ভারতীয়,ভারতের ছাত্র ফেডারেশন ও বাম যুব সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার পানাগড়ের পোস্ট অফিসের সামনে থেকে পনাগড়ের রণডিহা মোড় পর্যন্ত জ্যাঠা মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে এদিন উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় ছাত্র ফেডারেশনের সম্পাদক ময়ূখ বিশ্বাস।
ময়ূখ বিশ্বাস, রাজ্য সভাপতি প্রতিকুর রহমান,পশ্চিম বর্ধমান জেলার সিপিআই এম এর সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার,বিরেস্বর মন্ডল,অলোক ভট্টাচার্য্য সহ অন্যান্যরা। এদিন পোস্ট অফিস থেকে জ্যাঠা মিছিল শুরু করে পানাগড় বাজার প্রদক্ষিণ করে পানাগড়ের রণডিহা মোড়ে জ্যাঠা শেষ করে সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়।
বাম ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি প্রতিকুর রহমান জানিয়েছেন গত ১২ তারিখ থেকে তাদের জ্যাঠা মিছিল শুরু হয়েছে। ত্রিপুরা থেকে এই জ্যাঠা শুরু হয়েছে। সেই জ্যাঠা ত্রিপুরা হয়ে বিহার ঝাড়খন্ড ঘুরে পশ্চিমবঙ্গে ঢুকেছে। দেশ বাঁচাও সংবিধান বাঁচাও এবং শিক্ষা বাঁচাও স্লোগান তুলে তাদের এই জ্যাঠা। আগামীকাল এই জাঠা বীরভূম জেলায় পৌঁছাবে। আগামী দোসরা সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিটে গিয়ে এই জ্যাঠা বা পদ যাত্রা তাদের শেষ হবে।