তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে কাঁকসা থানার পুলিশ ২ যুবককে গ্রেফতার করল। ধৃত ২ যুবকের নাম মহারানা সিং এবং ভরত সিং।ধৃত দুইজন পানাগড়ের রেলপাড় এলাকার বাসিন্দা।ধৃত দুজনকে পুলিশ হেফাজত চেয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুইজন বিগত দিনে একাধিক চুরির ঘটনার সাথে যুক্ত ছিলো।সম্প্রতি কাঁকসার সুভাষপল্লীতে এক গৃহস্থের বাড়িতে এবং পানাগড়ের রেল পাড়ে শ্মশান কালী মন্দিরে চুরির ঘটনার কিনারা করতে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান ওই দুই যুবক পরপর দুটি চুরির ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। ওই দুই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে কাঁকসায় ঘটে যাওয়া চুরির ঘটনার কিনারা করতে পুলিশের অনেকটাই সুবিধা হবে বলে অনুমান করা হোচ্ছে।