সংবাদাতা,পূর্ববর্ধমান:- ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান সফল করতে বর্ধমানে দেয়াল লিখন শুরু করল বিজেপি ।বর্ধমানের ৯ নং ওয়ার্ড কালিবাজার এলাকায় চলে দেয়াল লিখন।দেয়াল লিখতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তাঁ সহ বিজেপির কর্মী সমর্থকরা।এদিন সভাপতি জানান গোটা জেলা জুড়ে চলছে দেয়াল লিখনের কাজ চলছে।এবং ১৩ই সেপ্টেম্বর জেলা থেকে পচুর কর্মীরা নবান্ন অভিযানে যোগ দিতে সামিল হবে।