তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পশ্চিমবঙ্গ সাধারণের অবসর প্রাপ্ত গ্রন্থাগার কর্মী সমিতির দ্বিতীয় রাজ্য সাধারণ সভা অনুষ্ঠিত হলো পানাগড় গ্রামে। পানাগড় গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এদিন সভায় উপস্থিত হন রাজ্যের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত গ্রন্থাগার কর্মী সমিতির সদস্যরা।
সদস্যরা জানিয়েছেন তারা ডি-এ সহ অন্যান্য সুযোগ সুবিধা পান না।তাই তাদের যে সমস্ত সমস্যা গুলি রয়েছে সেই সমস্ত সমস্যা গুলি সরকারের কাছে কি ভাবে জানাবেন সেই বিষয় নিয়ে গত শনিবার থেকে দু দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রন্থাগার গুলিতে কোনো কর্মী নিয়োগ না হওয়ার কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগার গুলির অবস্থা জরাজীর্ণ।কর্মীর অভাবে বন্ধের মুখে অধিকাংশ গ্রন্থাগার।তাই সরকার দ্রুত গ্রন্থাগারের শূন্য পদে কর্মী নিয়োগ করুক সেই দাবি তুলেছেন তারা সম্মেলন থেকে।