সংবাদাতা, পূর্ববর্ধমান:- পূর্ব বর্ধমানের গলসির সিমনোড়ি গ্রামে ডিভিসির সেচখালের জলে ভেসে এল একটি মৃতদেহ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুর তিনটা নাগাদ মাঠের চাষিরা দেহটিকে প্রথম দেখতে পান। তাদের অনুমান, মৃতের ব্যক্তির বয়স আনুমানিক পঁচিশ বছর।
এদিন জলের তোড়ে মরদেহটি তাদের গ্রামের কাছে ভেসে এসেছে বলে অনুমান স্থানীয়দের। তারাই খবর দেয় গলসি থানায়। গলসি পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রতক্ষদর্শীরা জানাচ্ছে, মৃত ব্যক্তির পরনে ছিল গেঞ্জি ও জিন্স। তাছাড়াও কোমরে বেল্ট ছিল বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।