তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপন সূত্রে খবর পেয়ে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম হারাধন হালদার। কাঁকসার বামুনাড়া এলাকার বাসিন্দা।
শনিবার রাতে কাঁকসা থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে বামুনাড়া এলাকায় অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ ১৯ টি দেশি মদের বোতল বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তিকে রবিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পাশাপাশি ভিন্ন একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাঁকসা থানার পুলিশ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে মহকুমা আদালতে পেশ করা হয়।