Type Here to Get Search Results !

নৌকা উল্টে দামোদর নদে তলিয়ে যায় চার বন্ধু, দুই বন্ধু প্রাণে রক্ষা পেলেও নিখোঁজ দু'জন



সংবাদাতা,পূর্ববর্ধমান:- নৌকা উল্টে দামোদর নদে তলিয়ে যায় চার বন্ধু।  দুই বন্ধু প্রাণে রক্ষা পেলেও নিখোঁজ  দু'জন । ঘটনাকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়িয়েছে  পূর্ব বর্ধমানের জামালপুরের জ‍্যোতশ্রীরাম পঞ্চায়েতের জ‍্যোতচাঁদ ঘাট এলাকায়। নিখোঁজ দুই যুবকের খোঁজ চলছে দামোদরে । বিপর্বয় মোকাবিলা দপ্তরের ২৫ জনের টিম সহ ডুবুরি খোঁজ চালাচ্ছে । রয়েছে জামালপুর থানার পুলিশ আধিকারিকরাও  । নিখোঁজ দুই যুবক হল সৌগত বেরা , সৈকত মান্না । প্রাণে রক্ষা পেয়েছেন সমরেশ বাগ , সৌরভ ধারা । নিখোঁজ সৈকত মান্না ব্যাঙ্গালোরের একটি কলেজের প‍্যারামেডিকেলের ছাত্র আর সৌগত বেরা কলেজ ছাত্র । চারজনেই জ‍্যোতচাঁদ এলাকার বাসিন্দা । 







শনিবার সন্ধ‍্যার পরে চারজন বন্ধু মিলে দামোদর নদে পানসি নৌকা চেপে বেড়াতে বের হন । নিজেরাই ছোট্ট নৌকাটি চালাচ্ছিলেন । জ‍্যোতচাঁদ ঘাট সংলগ্ন পাইকপাড়ায় হঠাৎ করেই পানসি নৌকাটি উল্টে যায় । তলিয়ে যায় দামোদরে চারজন । দু'জন কোনরকমে রক্ষা পেলেও বাকি দুজনের খোঁজ মেলেনি । বর্ষার মরশুমে  ও দু'দিনের বৃষ্টিতে  জল বেড়েছে দামোদরে । স্থানীয় বাসিন্দা কিশোর দাস বলেন,দামোদরের শাখানদী মুণ্ডেশ্বরী নদীতে খনন কাজ চলছে।চার বন্ধু পানসি নৌকা নিয়ে নদীর খনন কাজ দেখতে যায়।কিন্তু নৌকায় জল ঢুকে নৌকা উল্টে গিয়েই দুর্ঘটনা ঘটে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad