তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এলাকায় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সকল ধর্মের মানুষেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে পথ চলার আবেদন নিয়ে বৃহস্পতিবার কাঁকসার মাস্টার পাড়ায় রাখি বন্ধন উৎসব পালিত হল।
এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁকসার মাস্টার পাড়া সংলগ্ন দুনম্বর জাতীয় সড়কের আন্ডার পাশে পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে সকলকে মিষ্টিমুখ করালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আলম খান ওরফে পিরু খান, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের বিশিষ্ট তৃণমূল নেতা অশোক মুখার্জি সহ এলাকার বিশিষ্টজনেরা।