শুভময় পাত্র,বীরভূম:- দীর্ঘ টালবাহানার পর অবশেষে সিবিআই এর হাতে বীরভূমের বেতাজ বাদশা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন ধরেই নানান অজুহাতে ও শারীরিক অসুবিধা দেখিয়ে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার মুখোমুখি হতে চাইছিলেন না অনুব্রত মণ্ডল। কিন্তু আর শেষ রক্ষা হলো না। কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা তাকে ১০ বার তলব করে তার মধ্যে ১ বার হাজিরা দেন তদন্ত কারী সংস্থার অফিসে তিনি। কখনো এস এস কে এম কখনো বোলপুর সুপার স্পেশালিটি হসপিটাল এর অসুস্থতার রিপোর্ট দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
বিগত বেশ কিছুদিন আগেই এসএসকেএম এর ডাক্তাররা তাকে সুস্থ বলে ফিরিয়ে দেন। গত পরশুদিন তেমনি ঘটনা ঘটে বোলপুর সুপার স্পেসিলিটি হসপিটালেও। ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দেন শারীরিক অসুবিধা কিছুটা থাকলেও হসপিটালে এডমিট হওয়ার মতো অসুস্থতা অনুব্রত মণ্ডলের নেই তাই বাড়িতেই থাকার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল কে। গতকাল কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডল এর। কিন্তু সেখানেও তিনি কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার কাছে হাজিরা দেননি অসুস্থতার কারণে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে দশটা থেকে একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী দলের গাড়ি এসে উপস্থিত হতে শুরু করে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দ্বারা অনুব্রত মণ্ডলের বোলপুর নিচুপটির বাড়িটিকে যেখানে অনুব্রত মণ্ডল ছিলেন সেই বাড়িটাকে ঘিরে ফেলা হয়। তারপর দীর্ঘ বাতানুবাদের পর অনুব্রত মণ্ডলের কথামতো তার নিজের গাড়িতেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের দিকে। বেলা ১১ টার সময় অনুব্রত মণ্ডলের নিজের বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকেরা তাকে নিয়ে রওনা দেয় দুর্গাপুরের দিকে। সূত্রের খবর অনুযায়ী দুর্গাপুরে কেন্দ্রীয় তদন্ত কারী দলের অস্থায়ী অফিসে আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বিভিন্ন বিষয়ের উপর এবং পরবর্তীতে তাকে আজই আসানসোল কোর্টে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।