সংবাদাতা,পূর্ববর্ধমান:- দুর্গাপুরের তৃণমূল এবং বিজেপি ছাত্র সংঘর্ষ। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় এর বাইরে বিজেপি ছাত্র সংগঠন এর নেতৃত্বে ছাত্ররা জোরে মাইক বাজিয়ে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে 'চোর ধরো জেল ভরো' এই স্লোগান দিচ্ছিল বলে অভিযোগ।সরকারি মহাবিদ্যালয় থেকে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের ছাত্ররা বাইরে বেরিয়ে এসে তাদের বলে ভেতরে পরীক্ষা চলছে মাইক বন্ধ করতে।কিন্তু তা না শোনায় প্রথমে হাতাহাতি তারপরে সংঘর্ষের রূপ নেয় সরকারি মহাবিদ্যালয় চত্বরের বাইরের রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কমব্যাট ফোর্স। দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে, উত্তেজনা রয়েছে এলাকায়।