Type Here to Get Search Results !

বাইকে করে এলাকা পরিদর্শন পুলিশের


সংবাদদাতা, অন্ডাল : মঙ্গলবার সকালে উখড়া পুলিশ আউটপোস্টের উদ্যোগে আয়োজিত হল 'রুট লেভেল ভিজিট'- নামে একটি কর্মসূচি । এদিন বাইকে চড়ে খান্দরা, উখড়া, শংকরপুর ক্যান্টিন, বাকোলা, চঞ্চনি সহ গোটা এলাকা পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা ।







এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ওমর আলী মোল্লা, সিআই পিন্টু সাহা, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, উখড়া পুলিশ আউট পোস্টের আইসি নাসরিন সুলতানা সহ অন্য আধিকারিকেরা । সবাই এলাকা পরিদর্শন করেন বাইকে চড়ে । 







অন্ডাল থানার এক আধিকারিক জানান উখড়া পুলিশ আউট পোস্টের বেশ কিছু এলাকা রয়েছে যেগুলিতে সংকীর্ণ রাস্তার কারণে গাড়িতে করে পৌঁছানো সম্ভব হয় না । বাইকে চড়ে সেসব জায়গায় সহজে পৌঁছানো যায় । এছাড়াও সামনে মহরম, ঝুলনের মতো উৎসব রয়েছে । সেগুলির প্রস্তুতি দেখার পাশাপাশি প্রান্তিক এলাকার মানুষের অভাব অভিযোগ শোনার জন্যই এদিনের কর্মসূচি বলে জানান তিনি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad