সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর : সিপিএম কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক । নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো এদিন পাণ্ডবেশ্বরের নবগ্রামের বাসিন্দারা ।সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস । এদিন নজিরবিহীন ঘটনা ঘটলো পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রামে । স্থানীয় সিপিএম কার্যালয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন এলাকার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । ঘটনায় তাজ্জব স্থানীয়রা ।
এদিন সকালে নিজের গাড়িতে করে নবগ্রামের দিক দিয়ে যাচ্ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । নবগ্রামে রাস্তার পাশেই রয়েছে সিপিএমের কার্যালয় । সেখানে তেরেঙ্গা পতাকা উত্তোলন করেন নরেন্দ্রনাথ বাবু । ঘটনাটি প্রসঙ্গে নরেন্দ্রনাথ বাবু জানান রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে সিপিএম কর্মীদের অনুরোধে জাতীয় পতাকা উত্তোলন করলাম । এর পেছনে কোন রাজনীতি নেই, আজকের দিন কোন রাজনৈতিক ভেদাভেদ না করেই আমাদের সকলের উচিত গর্ব করে বলা আমরা ভারতীয় । স্বাধীনতা দিবস আমাদের সবার ।
পতাকা উত্তোলনের পাশাপাশি সিপিএম কার্যালয়ের সামনে বসে সিপিএম কর্মী সমর্থকদের সাথে চা খেতেও দেখা যায় নরেন বাবুকে । ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা কাঞ্চন মুখোপাধ্যায় বলেন বিধায়ক কে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করানো অন্যায় কিছু নয় । এরমধ্যে রাজনৈতিক অভিসন্ধি খোঁজা উচিত হবে না ।