সংবাদাতা,পূর্ববর্ধমান:- গভীররাতে বর্ধমানের কার্জনগেটের পাশে বৈদ্যনাথকাটরায় দু'টি দোকানে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ১ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।দোকান মালিক প্রবীর চৌধুরী বলেন,এটা আগে স্টোনের (জ্যোতিষ) দোকান ছিলো। মার্চ মাসে দোকানটা কেনেন। ব্যাগের দোকান করবেন বলে রেডি করছিলেন।
দোকান মালিকের দাবী ইলেক্ট্রিকের মেন লাইন কাটা ছিলো। ভিতরে এ সি-সহ কিছু সরঞ্জাম ছিলো। কাঠের দোকান, সামনে দুটি সাটার আছে। দোকান মালিকের দাবী, দোকানের বাইরে পরে থাকা কাগজের আগুন থেকে আগুন ভিতরে ঢুকেছে। যদিও পুলিশের অনুমান এসি থেকে আগুন লেগেছে।