Type Here to Get Search Results !

১৫০০ স্কোয়ার মিটার পলিস্টার ফেব্রিক কাপরের জাতীয় পতাকা নিয়ে বর্ধমান শহর পরিক্রমা



সংবাদাতা,পূর্ববর্ধমান:- ১৫০০ স্কোয়ার মিটার পলিস্টার ফেব্রিক কাপরের জাতীয় পতাকা নিয়ে বর্ধমান শহর পরিক্রমা। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা একত্রে এই প্রয়াস নেয়। বর্ধমান শহরের টাউনহল থেকে এই পদযাত্রা শুরু হয়ে রেলওয়ে ওভারবব্রীজ হয়ে আবার টাউন হলে শেষ হয়। পলিস্টার ফেব্রিক কাপরের তৈরি এটি ভারতবর্ষের বৃহত্তম জাতীয় পতাকা বলে উদ্যোক্তাদের দাবী। প্লাষ্টিক বর্জন ও গো গ্রীন এই স্লোগানকে সামনে রেখে বর্ধমানকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার জন্য এই উদ্যোগ বলে আয়োজকেরা জানাচ্ছেন।




পাশাপাশি উখরা যুব শক্তি ক্লাবের উদ্যোগে ৭৫ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫মিটার জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা উখরা এলাকায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad