সংবাদাতা,পূর্ববর্ধমান:- আজ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস। বেলকাস তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব উদ্যোগ নিলেন দুই তৃণমূলের সৈনিক শেখ দিলীপ ও শেখ ইসলাম। এই দিন নবাব হাট মোড়ে 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চ করা হয় এই মঞ্চে সকাল থেকেই দেশ প্রেমিকের গান-বাজনা ও নানা রকম অনুষ্ঠান হয়। এই দিন বেলকাস অঞ্চলের দুঃস্থ মানুষদের হাতে প্রায় এক হাজার মশারি তুলে দেয়া হয়। এই দিন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিক ও বর্ধমান 1 নম্বর ব্লকের সভাপতি তথা বি ডি এর চেয়ারম্যান কাকুলি তা গুপ্তা ও এক নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মেহবুবু রহমান ও এক ঝাঁক নেতৃত্ববৃন্দ