সংবাদাতা,পূর্ববর্ধমান:- ছেলের হাতে খুন হলো মা। মৃতার নাম রূপালী প্রামাণিক। শুক্রবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারীর ভারখাণ্ডা গ্রামে। ঘটনার খবর পেয়ে মেমারী থানার পুলিশ মৃতার ছেলে রাজীব প্রামাণিককে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে শনিবার বর্ধমান জেলা আদালতে পাঠায়।
ঘটনা সূত্রে জানাযায় শুক্রবার রাতে রূপালী দেবীর কাছে ছেলে রাজীব প্রামাণিক কিছু টাকা দাবী করে। দাবী মতো টাকা না দেওয়ার জন্য মানসিক বিকারগস্ত ছেলে উত্তেজিত হয়ে ভারী কিছু জিনিস দিয়ে মাথায় আঘাত করলে রূপালী দেবীর মৃত্যু হয়।
রাজীব গত কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত এবং তা নিয়ে কয়েকবার তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সম্পূর্ণভাবে তিনি সুস্থ হয় নি বলে পরিবারের দাবী। রূপালী দেবী, স্বামী, ছেলে,ছেলের বৌ এবং ছোট্ট নাতনীকে নিয়ে থাকতেন ভারখাণ্ডা গ্রামে।