সংবাদাতা,পূর্ববর্ধমান:- পঞ্চায়েত প্রধানকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ পূর্ব বর্ধমানের গলসিতে। অভিযোগ বেশকয়েক জন মদ্যপ যুবক গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েত প্রধান মনসা বাউরী ও তার ভাই সুনীল বাউরীকে মারধর করে। প্রধান মনসা বাউরী জানান, তার শরীর অসুস্থ থাকায় ভাই সুনীল টোটো চালিয়ে পঞ্চায়েত থেকে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল।
গতকাল সন্ধ্যা ছ'টা নাগাদ তিনি পঞ্চায়েত অফিস থেকে বের হয়ে কিছুটা যাওয়ার পরই আচমকা পাঁচ ছ'জন যুবক তাদের পথ আটকায়। এরপরই লাঠি বাঁশ দিয়ে তাদের মারধর করে বলে অভিযোগ। উল্টে দেওয়া হয় টোটোটিও। মারের চোটে মাটিতে পরে কাতরাতে দেখে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান।
সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান মনসা বাউরী। তার দাবী অভিযুক্তরা তাদের গ্রামের ও পাশের গ্রামের। তাদের মধ্যে কয়েকজনকে তিনি ও তার ভাই চেনেন বলে দাবি করেন। তবে কি কারণে তাদের মারধর করা হল তা তিনি জানেন না।