তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত অপর এক বাইক আরোহী।ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার অন্তর্গত দু'নম্বর জাতীয় সড়কের পানাগর সেনা ছাউনির এক নম্বর গেটের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে ৭ থেকে ৮ জনের একটি দল ডায়মন্ড হারবার থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন।
দু নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় একটি মোটর সাইকেলে থাকা দুজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলেগুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে।অপর এক বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম ইন্দ্রজিৎ মিস্ত্রি (৩০) ও গুরুতর আহত আনারুল শেখ (২৮)।
ঘটনার জেরে দুই নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা গ্রস্ত মটর সাইকেলটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।