সোমনাথ মুখার্জী, রানীগঞ্জ:- এবার কয়লা চোরদের নজর ই সি এলের কয়লা ডিপোয়।ইসিএল সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত্রে সাতগ্রাম এলাকার নিমডাঙ্গা প্রজেক্টে রাত ৩ টে নাগাদ কলিয়ারিতে কয়লা চুরি করতে আসে প্রায় দশ থেকে পনেরোজন চোরের দল । সেই মুহূর্তে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেয়। বাধার মুখে পড়ে দুষ্কৃতীরা আক্রমণাত্মক হয়ে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায় । ঘটনায় নিরাপত্তারক্ষী রাহুল ছর ,প্রতাপ বাউরি ও ফকির বাউরি গুরুতর আহত হয়।
এর পরে চিৎকার চেঁচামেচি শুরু হতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় । গুরুতর আহত ওই তিন নিরাপত্তা রক্ষীকে ই সি এলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়।
ই সিএলের আধিকারিক মহেন্দ কুমার জানিয়েছেন, সাড়ে তিনটে নাগাদ তার কাছে একটা ফোন আসে যে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতী এসে কয়লা চুরি করতে কোলিয়ারির কয়লা মজুদ রাখার ডিপি ঢুকে পড়ে । সেখানে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দিলে চোরেরা নিরাপত্তারক্ষীদের মারধর করে পালিয়ে যায়।
এদিনের এই ঘটনার প্রেক্ষিতে খনি শ্রমিকেরা বিক্ষোভ সরব হন। তারা এই ঘটনায় ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন।