তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দক্ষিণ বঙ্গের ৪২ টি হাসপাতালের আধিকারিকদ ও প্রতিনিধিদের নিয়ে শুক্রবার একটি সেমিনার অনুষ্ঠিত হলো কাঁকসার মলানদিঘি এলাকার বেসরকারি হাসপাতালে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিস অসীম কুমার ব্যানার্জি, ৪২ টি হাসপাতালের প্রতিনিধিরা সহ বিশিষ্ট জনেরা।
জাস্টিস অসীম কুমার ব্যানার্জি জানিয়েছেন নানান সময়ে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে পরিষেবা মূলক বিষয় নিয়ে।একাধিক বিষয়ের অভিযোগ তারা পেয়েছেন। সেই সমস্ত অভিযোগের শুনানি করার পাশাপাশি আগামী দিনে হাসপাতালে পরিষেবার বিষয়ে যাতে কোনরকম অভিযোগ না আসে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর ফলে হাসপাতালের পরিষেবা আরও উন্নত হবে বলে তার আশা।