তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক গুচ্ছ দাবিকে সামনে রেখে পানাগড় স্টেশন সংলগ্ন রেলের স্লিপার তৈরির কারখানার গেটের সামনে কাজ বন্ধ করে বিক্ষোভে নামলো কারখানার প্রায় ২৫০ জন শ্রমিক।তাদের অভিযোগ ওই কারখানায় যারা অবসর গ্রহণ করেছে সেই সমস্ত শ্রমিকের পদ এখনো ফাঁকা রয়েছে।কারখানা কর্তৃপক্ষ নতুন করে শ্রমিক নিয়োগ করছে না।সেই শ্রমিকের জায়গায় যারা এতদিন সিফটিং ডিউটি করতো সেই সমস্ত সিফটিং ডিউটি বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষ চাইছে যাতে নতুন করে কোনো শ্রমিক নিয়োগ না করা যায়। এছাড়াও যে সমস্ত অস্থায়ী শ্রমিকরা রয়েছেন তাদের স্থায়ী করণের জন্য বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে তারা দুপুর থেকে কাজ বন্ধ করে কারখানার গেটের বাইরে আন্দোলন শুরু করেছেন।যতদিন না তাদের দাবি পূরণ হোচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।