তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কৌশিকি অমাবস্যা উপলক্ষ্যে শুক্রবার সারা রাত্রিব্যাপী বিশেষ পুজোর আয়োজন করা হয় পানাগড় গ্রাম সংলগ্ন শ্মশান কালি মন্দিরে।শুক্রবার রাতে পুজোর পাশাপাশি শনিবার ভোর পর্যন্ত চলে হোম যজ্ঞ।
এদিন পুজো দিতে মন্দির প্রাঙ্গনে হাজির হন কয়েক হাজার ভক্ত।পানাগড় ছাড়াও আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ ভিড় জমান মন্দির প্রাঙ্গনে।
স্থানীয়রা জানিয়েছেন প্রতি বছর পুজো উপলক্ষ্যে অনেকেই আসে তাদের মনস্কামনা নিয়ে।স্থানিয়দের পাশাপাশি বহু দূর দুরন্ত থেকেও বহু মানুষ ভিড় জমান প্রতি বছর।
শুক্রবারের পাশাপাশি শনিবার সারা দিন পুজোর আয়োজন করা হয়েছে।পুজো উপলক্ষ্যে কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছিলো মন্দির কমিটির পক্ষ থেকে।