Type Here to Get Search Results !

১৩ দিনের মাথায় চুরির কিনারা, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর:- চলতি মাসে ১৩ ই আগস্ট পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত নবগ্রামের মসজিদ পাড়া এলাকায় পেশায় রাজমিস্ত্রির লেবার মীর ইজাজুলের বাড়িতে চুরির ঘটনা ঘটে ।নিজের কাকার বাড়িতেই চুরি করে ভাইপো বলে অভিযোগ ওঠে । চুরি হয় নগদ প্রায় তিন লক্ষ টাকা এবং যাবতীয় সোনার অলংকার । 






মীর ইজাজুল জানান  তারা বাড়িতে তালা বন্ধ করে বাইরে কাজে গেছিলেন । সকালে ফিরে এসে দেখেন তালাভাঙ্গা সব লন্ডভন্ড চুরি গেছে সবকিছু । ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এবং মীর ইজাজুল এর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত । 







ঘটনার তদন্ত শুরু করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং মাত্র ১৩ দিনের মাথায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার করে মীর ইজাজুলের ঘরে চুরি করা দুই দুষ্কৃতিকে । পুলিশ সূত্রের খবর তাদের কাছ থেকে সোনার অলংকার সহ নগদ টাকার অধিকাংশই উদ্ধার করা গেছে। 







ঘটনায় জড়িত শেখ মীর আলিম ও লাভলু মোল্লাকে আদালতের কাছে আবেদন করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে । এদিকে চুরি যাওয়া জিনিসপত্র ফিরে পাওয়ার আশায় খুশি মীর ইজাজুল । এর পাশাপাশি তিনি পাণ্ডবেশ্বর থানার পুলিশকে ধন্যবাদ জানান ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad